কোচবিহার ১ ব্লকের মাঘপালা এলাকায় ব্যবসায়ী সমিতির আয়োজিত ৪৮তম বছরের ধুমধাম কালীপুজোর প্যান্ডেলে হঠাৎ আগুন লেগে চাঞ্চল্য ছড়ায় এলাকাজুড়ে। বিশাল আটচল্লিশ ফুট উচ্চতার কালী প্রতিমা তৈরির নিখুঁত কারুকাজ দেখতে হাজারো মানুষের ভিড় উপচে পড়ে প্যান্ডেলে।
এরই মাঝে মঙ্গলবার শেষ বিকেলে আচমকা আগুন ধরা পড়ে প্যান্ডেলের একাংশে। মুহূর্তে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে প্রতিমার অংশেও। পরিস্থিতি গুরুতর বুঝেই দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে দমকলের ইঞ্জিন। প্রায় কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা।
প্রাথমিকভাবে অনুমান, প্যান্ডেলের সাজসজ্জায় ব্যবহৃত লাইন থেকেই আগুনের সূত্রপাত। ঘটনাটি ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়াল স্থানীয় বাসিন্দা ও ভক্তদের মধ্যে। সৌভাগ্যবশত বড় কোনও হতাহতের খবর মেলেনি, তবে প্যান্ডেল ও প্রতিমার আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় প্রশাসন ঘটনার তদন্তে নেমেছে। ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, রাতেই পুজোর আয়োজন স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা চলছে।
