দমকলের ছটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে সেই আগুন নিয়ন্ত্রণে আনে বলে খবর। সকাল সাড়ে পাঁচটা-পৌনে ছ’টা নাগাদ ঢাকুরিয়ার ওই ব্যাঙ্কে আগুন দেখা যায়। সকালে ওই ব্যাঙ্ক বন্ধই ছিল। ব্যাঙ্কের ভিতর কোনও কর্মী, নিরাপত্তারক্ষীও ছিলেন না বলে খবর।
স্থানীয়রা ব্যাঙ্কের ভিতর থেকে ধোয়া বার হতে দেখেন। দ্রুত খবর দেওয়া হয় স্থানীয় থানায় ও দমকলে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ছ’টি ইঞ্জিন। বেশ কিছু সময়ের চেষ্টায় দমকলকর্মীরা ওই আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু কী থেকে ওই আগুন লাগল? দমকম কর্মীদের প্রাথমিক অনুমান, শর্টসার্কিট থেকে ওই আগুন লাগতে পারে।
