সরস্বতী পুজোর রাতে শিলিগুড়ির দেশবন্ধুপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা।
দেশবন্ধুপাড়ার এপিসি সরণীর একটি বহুতল আবাসনে এই অগ্নিকাণ্ড ঘটে। জানা গিয়েছে, আবাসনের বাসিন্দা বিজয় সাহার ঘর থেকেই আগুনের সূত্রপাত হয়।
প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, বৈদ্যুতিক ত্রুটির কারণেই আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে ও তীব্রতার কারণে বিজয় সাহার সম্পূর্ণ বাড়ি পুড়ে যায়।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বিভাগের তিনটি ইঞ্জিন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুন নেভানোর কাজে স্থানীয় বাসিন্দারাও দমকলকে সহযোগিতা করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান শিলিগুড়ির মেয়র গৌতম দেব ও সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর জয় চক্রবর্তী। তাঁরা পরিস্থিতি পরিদর্শন করেন ও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
এই অগ্নিকাণ্ডে কোনও হতাহতের ঘটনা ঘটেনি, যা বড় স্বস্তির বিষয়। তবে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার সঠিক কারণ জানতে দমকল বিভাগ ও প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে।
