শর্ট সার্কিটে আগুন, বাসগুলির বৈদ্যুতিক ব্যবস্থা পরীক্ষার পরিকাঠামো নেই এনবিএসটিসি-র

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের (এনবিএসটিসি) বাসে একের পর এক আগুন লাগার ঘটনা সামনে আসলেও, সেই বাসগুলির বৈদ্যুতিক ব্যবস্থা পরীক্ষার কোনো পরিকাঠামোই নেই। গত দুই বছরে অন্তত ছয়টি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে, যার মূল কারণ হিসেবে শর্ট সার্কিট উঠে এসেছে। এই সমস্যার সমাধানে এবার বাইরে থেকে কোনো এজেন্সিকে দিয়ে বাসগুলির ‘স্বাস্থ্য পরীক্ষা’ করানোর পরিকল্পনা করছে নিগম।

এনবিএসটিসি-র ডিরেক্টর দীপঙ্কর পিপলাই জানান, নিগমের কাছে বিএস-৪, ৫ এবং ৬ মডেলের আধুনিক বাসগুলির বৈদ্যুতিক ব্যবস্থা তদারকি করার মতো পরিকাঠামোর অভাব রয়েছে। গত দুই বছরে কোচবিহার, ময়নাগুড়ি, মাথাভাঙা এবং সম্প্রতি মুর্শিদাবাদের সাগরদিঘিতে বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এর মধ্যে ময়নাগুড়িতে আগুন লাগা বাসের ফায়ার ব্রিগেড অডিট করানো হলেও কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি।

এই পরিস্থিতিতে, নিগম এবার কোনো বিশেষজ্ঞ এজেন্সিকে নিয়োগ করে বাসগুলির সম্পূর্ণ বৈদ্যুতিক ব্যবস্থার অডিট করাতে চাইছে। দীপঙ্কর পিপলাই আরও জানান, যেহেতু নিগমের বেশিরভাগ বাসই রাস্তায় চলে, তাই প্রাথমিকভাবে কিছু বাসের বৈদ্যুতিক ব্যবস্থা পরীক্ষা করিয়ে সমস্যার ব্যাপ্তি বোঝার চেষ্টা করা হবে।