গত মাসে ইন্ডিগোর বহু ফ্লাইট বাতিল হওয়ায় যাত্রীদের বড় সমস্যার মুখে পড়তে হয়। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার কেন্দ্র সরকার দিল্লি হাইকোর্টে জানায়, ইন্ডিগোকে তাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্টকে চাকরি থেকে বরখাস্ত করতে বলা হয়েছে।
বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা DGCA আদালতে জানায়, তাদের ৪ সদস্যের কমিটি তদন্ত করে দেখে যে এই সমস্যার কারণ ছিল অপারেশন বেশি “অপ্টিমাইজ” করা, নিয়ম-কানুন মেনে প্রস্তুতি কম থাকা, সফটওয়্যার সাপোর্টে ঘাটতি এবং ম্যানেজমেন্ট ব্যবস্থায় দুর্বলতা।
তদন্তের পর DGCA ইন্ডিগোর ওপর ₹২২.২ কোটি টাকা জরিমানা করেছে। এছাড়াও COO ইসিদ্রে পোরকেরাস ওরেয়া সহ ৬ জন সিনিয়র কর্মকর্তাকে সতর্ক করা হয়েছে।
DGCA আরও নির্দেশ দিয়েছে, ইন্ডিগোকে ₹৫০ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি জমা দিতে হবে। সংস্থা বলেছে, প্রয়োজনীয় সংশোধন কাজ শেষ হলে এই টাকা ফেরত দেওয়া হবে।
ফ্লাইট বাতিলের বড় বিপর্যয়: ইন্ডিগোকে সিনিয়র ভাইস প্রেসিডেন্টকে বরখাস্ত করতে বলল সরকার
