ইতিহাসে প্রথমবার রথযাত্রার আগেই পুরীর জগন্নাথ মন্দিরে অঘটন! চুরি গেল দেবতাদের ভেষজ ওষুধ, বড় বিপদের আশঙ্কা

রথযাত্রার আগেই চাঞ্চল্যকর ঘটনা ঘটল পুরীর জগন্নাথ মন্দিরে। দেবতাদের জন্য সংরক্ষিত বিশেষ ভেষজ ওষুধ ‘দশমূল মোদক’ চুরি গেছে বলে অভিযোগ। এই ওষুধ দিয়েই প্রতি বছর স্নানযাত্রার পর অসুস্থ হয়ে পড়া জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে সুস্থ করা হয়। এবার সেই ওষুধের ৭০টি চুরি হয়ে যাওয়ায় রথযাত্রার আগে মন্দির জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘটনার সূত্রপাত ২১ জুন একাদশীর রাতে। সেবায়ত হলধর দাসমহাপাত্র দেবতাদের চিকিৎসার প্রস্তুতি নিতে গিয়ে দেখেন, গারদাঘরা কক্ষে রাখা ৭০টি দশমূল মোদক উধাও। অথচ রাজবৈদ্য সম্প্রতি ৩১৩টি মোদক তৈরি করে মন্দিরে পাঠিয়েছিলেন। সঙ্গে সঙ্গে বিষয়টি মন্দির প্রশাসনকে জানান হলধরবাবু। পরে সোমবার তিনি লিখিত অভিযোগও দাখিল করেন।

সেবায়তের দাবি, “মন্দিরের ইতিহাসে এমন ঘটনা আগে কখনও ঘটেনি। এটি গুরুতর ও ক্ষমার অযোগ্য অপরাধ। অবিলম্বে তদন্ত করে দোষীদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করা হোক। প্রয়োজনে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হোক।”

মন্দির প্রশাসনের এক কর্মকর্তা অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন। তিনি জানান, ইতিমধ্যেই অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে। বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

উল্লেখ্য, ধর্মীয় রীতি অনুযায়ী, ১১ জুন স্নানযাত্রার পর থেকে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা ‘অসুস্থ’ অবস্থায় লোকচক্ষুর আড়ালে রয়েছেন। রথযাত্রার দিন তাঁরা আবার ভক্তদের সামনে আসবেন। তার আগে এই ওষুধ চুরির ঘটনায় শুধু সেবায়ত মহলে নয়, সাধারণ ভক্তদের মধ্যেও উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়েছে।