দেগঙ্গা, ১২ আগস্ট: রাজ্য সরকারের ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পের আওতায় উত্তর ২৪ পরগনার দেগঙ্গা ব্লকের আমুলিয়া পঞ্চায়েতের ১৯৪ নম্বর বুথে মঙ্গলবার এক অভিনব উদ্যোগে অংশ নিলেন স্থানীয় বাসিন্দারা। সরকারি আধিকারিকদের সঙ্গে হাতে হাত মিলিয়ে নিজের পাড়ার তথ্যভিত্তিক চার্ট ও মানচিত্র তৈরি করলেন প্রায় আড়াইশো জন গ্রামবাসী। বিডিও ফাহিম আলম জানিয়েছেন, জেলায় এই প্রথমবার বুথ ভিত্তিক তথ্য সংগ্রহ করে ম্যাপ তৈরি হয়েছে, যা ভবিষ্যতের উন্নয়ন পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
এই চার্টে উঠে এসেছে বুথ এলাকার জনসংখ্যা ১৮৭২ জন, যার মধ্যে পুরুষ ৯৬২ এবং মহিলা ৯১০ জন। মোট পরিবার ৪৯২টি। রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয় ও একটি আইসিডিএস কেন্দ্র। রাস্তার পরিকাঠামো অনুযায়ী, পাঁকা রাস্তা দেড় কিমি, ঢালাই রাস্তা এক কিমি ২০০ মিটার, এবং কাঁচা রাস্তা ২৫০ মিটার। রয়েছে ২টি পাঁকা ড্রেন, ৪টি কাঁচা ড্রেন, ১২টি সরকারি টিউবওয়েল, ২টি সোলার চালিত জল প্রকল্প, এবং ১১টি জলাশয়। সরকারি বাড়ির সুবিধা পেয়েছেন ৫৫ জন। পানীয় জলের উৎস মূলত টিউবওয়েল, কারণ নলবাহিত জল পরিষেবা নেই।
ম্যাপ তৈরির পর গ্রামবাসীরা তাঁদের এলাকার প্রয়োজনীয় উন্নয়নের দাবিও জানান। এর মধ্যে রয়েছে ৩টি রাস্তা পাঁকা করা, একটি নিকাশির নালা নির্মাণ, স্ট্রিট লাইটের ব্যবস্থা, প্রাথমিক বিদ্যালয়ের সৌন্দর্যায়ন এবং একটি সাইকেল শেড নির্মাণের আবেদন।
বিডিও জানান, হাতে-কলমে তথ্য ও ম্যাপ থাকায় কোন এলাকার জন্য কী কাজ প্রয়োজন, তা দ্রুত চিহ্নিত করে বাস্তবায়ন করা সহজ হবে। সরকারি গাইডলাইন অনুযায়ী, নভেম্বর থেকে কাজ শুরু হয়ে জানুয়ারির মধ্যে তা শেষ হবে।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত ২ আগস্ট থেকে রাজ্যজুড়ে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্প চালু করেছেন। এই প্রকল্পের মাধ্যমে বুথ ভিত্তিক ক্যাম্পে সাধারণ মানুষ তাঁদের এলাকার ছোটখাটো সমস্যার কথা জানিয়ে সরাসরি প্রশাসনের সঙ্গে যুক্ত হচ্ছেন। রাজ্যজুড়ে ৮০ হাজার বুথে এই কর্মসূচি চলবে এবং প্রতি বুথের জন্য ১০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।
