জঙ্গল বন্ধ, পর্যটক টানতে ডুয়ার্সে ইলিশ ও বোরোলি উৎসব

বন দফতরের নিয়ম অনুযায়ী, প্রতিবছরের মতো এবছরও ১৬ জুন থেকে তিন মাসের জন্য বন্ধ হয়ে গেছে জঙ্গল পর্যটন। ফলে ডুয়ার্সে জঙ্গলকেন্দ্রিক পর্যটন ব্যবসা বড় ধাক্কা খেয়েছে। এই সময়টাতে পর্যটন নির্ভর অসংখ্য মানুষ, যাঁরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই শিল্পের সঙ্গে যুক্ত, তাঁরা আর্থিক সমস্যায় পড়েন। সেই সংকট কাটাতেই এবার অভিনব উদ্যোগ।

পর্যটক টানতে এবার লাটাগুড়িতে অনুষ্ঠিত হতে চলেছে ‘ইলিশ ও বোরোলি উৎসব’। হিমের পরশ ট্যুরস স্পেশালিস্ট ও যশশ্বিনী ট্যুরস অ্যান্ড ট্রাভেলস-এর যৌথ উদ্যোগে আগামী ১ জুলাই লাটাগুড়ির একটি বেসরকারি রিসোর্টে এই উৎসবের আয়োজন করা হয়েছে। বাঙালির ভোজন রসিকতাকে কথা মাথায় রেখেই উৎসবের মূল আকর্ষণ হিসেবে থাকছে ইলিশ ও বোরোলির নানা পদ।

শুধু খাওয়া-দাওয়াই নয়, থাকছে লোকসংস্কৃতি ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সন্ধ্যার সাংস্কৃতিক অনুষ্ঠান। ভাওয়াইয়া, আদিবাসী নৃত্য ও বাউল গানের মধ্য দিয়ে পর্যটকদের সামনে তুলে ধরা হবে ডুয়ার্সের ঐতিহ্য।