শিলিগুড়িতে দেশের সর্ববৃহৎ মহাকাল মন্দিরের শিলান্যাস আজ

শিলিগুড়িতে তৈরি হতে চলেছে দেশের সর্ববৃহৎ মহাকাল মন্দির। আজ বিকেলে আনুষ্ঠানিকভাবে এই মন্দির নির্মাণের শিলান্যাস করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জোর কদমে চলছে প্রস্তুতির কাজ। শিলিগুড়ির মাটিগাড়া ব্লকের অন্তর্গত চাঁদ মনি এলাকায় মোট ১৮ একর জমির ওপর তৈরি করা হবে মন্দির। মনে করা হচ্ছে এই মন্দির তৈরি হলে উত্তর-পূর্ব ভারতে ধর্মীয় পর্যটন শিল্পে আরো গতি আসবে।