আইপিএলে বাজি ধরার অভিযোগে চারজনকে গ্রেপ্তার

লাটাগুড়ির রিসর্টে বসে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে আইপিএল বেটিং চালানোর অভিযোগে চার জনকে গ্রেপ্তার করল জলপাইগুড়ি পুলিস। তাদের কাছ থেকে বেশ কিছু মোবাইল বাজেয়াপ্ত হয়েছে।

জেলার পুলিস সুপার উমেশ খাণ্ডবাহালে বলেন, কয়েকদিন আগে জলপাইগুড়ি শহরের ৩ নম্বর ওয়ার্ড থেকে আইপিএল বেটিং ও অনলাইন জুয়ার চক্র চালানোর অভিযোগে পুলিস দুজনকে গ্রেপ্তার করে।

তাদের জেরা করে এই চারজনের নাম পাওয়া যায়। সেই মতো তল্লাশি চালিয়ে তাদের পাকড়াও করা হয়েছে। এই চক্রে আরও করা জড়িত তাদের খোঁজ চলছে। ধৃতদের আজ জলপাইগুড়ি আদালতে তোলার পাশাপাশি রিমান্ডের আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে খবর।