গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে বিরাট চক্রের পর্দাফাঁস করল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর (DRI)। বিশেষ অভিযানে ৫ কেজি ৬১৯ গ্রাম সোনা সহ চারজনকে গ্রেপ্তার করা হয়।
রাজস্ব গোয়েন্দা দপ্তর সূত্রের খবর, প্রথমে বিহারের কিষানগঞ্জ থেকে দু’জনকে আটক করে DRI। তাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আরও দু’জনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের মধ্যে দু’জন বিহারের বাসিন্দা, আর বাকি দু’জনের বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলায়।
জেরা করে ধৃতদের কাছ থেকে মোট ৪৮ পিস সোনার বাট উদ্ধার হয়। প্রতিটি বাটের ওজন ১১০ থেকে ১১২ গ্রাম। এছাড়াও তাদের কাছ থেকে প্রায় ২ লক্ষ টাকা নগদ বাজেয়াপ্ত করেছে গোয়েন্দারা। উদ্ধার হওয়া সোনার বাজার মূল্যে প্রায় ৬ কোটি ২৯ লক্ষ ৩২ হাজার ৮০০ টাকা বলে জানা গিয়েছে।
DRI সূত্রে আরো জানা গিয়েছে, বিপুল পরিমাণ এই সোনা দিল্লির উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল। ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হলে বিচারপতি তাদের ৮ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেন।
চক্রের সঙ্গে আরও কারা জড়িত, তার খোঁজে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর।
