দুটি পিস্তল, চারটি ম্যাগাজিন সহ তিন যুবককে আটক করলো পুলিশ। সোমবার রাতে আমতলী বাইপাস সংলগ্ন বঙ্গেশ্বর ব্রিজ লাগুয়া এলাকা থেকে আটক করা হয় তাদের। ধৃতরা হল টিংকু দেববর্মা বাড়ি বড়কাঠাল, সুমেন্দ্য দেববর্মা বাড়ি বড়কাঁঠাল ও শ্রীবাস কুমার বাড়ি বিহার। এডিনগর থানার ওসি সুশান্ত দেব জানালেন গোপন খবরের ভিত্তিতে আমতলী বাইপাস সংলগ্ন বঙ্গেশ্বর ব্রিজ এলাকায় অভিযান চালানো হয়।
অভিযান চালিয়ে চারটি ম্যাগাজিন দুটি পিস্তল সহ ৩ যুবককে আটক করা হয়েছে। কোথায় থেকে এই পিস্তল আমদানি করা হয়েছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তার তদন্তে চালাচ্ছে পুলিশ। কোন অনৈতিক কর্মকাণ্ড সংঘটিত করতেই কি এই পিস্তল নিয়ে ঘোরাফেরা করছিল এই তিন যুবক সেই বিষয়ে স্বাভাবিকভাবে প্রশ্ন দেখা দিয়েছে জনমনে। প্রসঙ্গত গতকাল রাতে কৈলাশহর থানার তিলকপুর এলাকায় পিস্তলসহ চার যুবককে ঘোরাফেরা করতে দেখেস্থানীয় জনতা।
চার দিক ঘিরে ধরে চার যুবককে আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশে খবর দেয় উত্তেজিত জনতা। জনতার মারের হাত থেকে রক্ষা করে তাদের উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। ক্রমাগত পিস্তল ম্যাগঞ্জিন সহ যুবক ধরা পড়ার ঘটনায় প্রশ্ন দেখা দিয়েছে জনমনে, তবে কি নেশার সাথে অস্ত্রের আমদানিও রাজ্যে চলছে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে রাজ্যের সচেতন মহলের মধ্যে।
