শিলিগুড়ির তেনজিং নোরগে বাস টার্মিনাসে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার পুলিশের অভিযানে গ্রেপ্তার চারজন। ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে চারটি স্কুল ব্যাগ যার মধ্যে ছিল প্রায় প্রায় 40 কেজি গাঁজা। ধৃতদের বাড়ি কোচবিহার জেলার শীতলকুচিতে।
কোচবিহার শীতলকুচি থেকে শিলিগুড়িতে এসেছিল এরা। গতকাল রাত দশটা নাগাদ শিলিগুড়ির জংশন বাস টার্মিনাসে দক্ষিণবঙ্গে যাবার বাসের জন্য অপেক্ষা করছিল ওই চার যুবক।
শিলিগুড়ি প্রধান নগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম দ্বীপচাঁদ বর্মন, আজিজুল রহমান, দূর্যোধন নম দাস, সঞ্জয় দাস। ধৃতদের আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হবে।