ফের তাজা বোমা উদ্ধার সামসেরগঞ্জে  

সামসেরগঞ্জে ফের তাজা বোমা উদ্ধারের ঘটনা এলাকাবাসীর আতঙ্ক আরও বাড়িয়ে তুলেছে। এবার জোতকাশী এলাকার একটি আমবাগান থেকে বালতিভর্তি একাধিক তাজা বোমা উদ্ধার করল জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত সামসেরগঞ্জ থানার পুলিশ। শনিবার  সকালেই এলাকার কিছু বাসিন্দা আমবাগানে সন্দেহজনক বালতি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। মুহূর্তেই ঘটনাস্থলে পৌঁছায় সামসেরগঞ্জ থানার পুলিশ। বোমা উদ্ধার হওয়ার সঙ্গে সঙ্গেই গোটা আমবাগান ঘিরে ফেলে পুলিশ এবং স্থানীয়দের সেখানে যেতে নিষেধ করা হয়। খবর দেওয়া হয় বোম স্কোয়াডকে। পরে বোম স্কোয়াড এসে বোমাগুলির নিষ্ক্রিয়করণের প্রক্রিয়া শুরু হবে ।

পুলিশ সূত্রের তথ্য অনুযায়ী, কে বা কারা এই বোমাগুলি আমবাগানে রেখে গিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। সামসেরগঞ্জ থানার আধিকারিকদের দাবি— ঘটনাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ সম্প্রতি ফারাক্কা, সুতি ও সামসেরগঞ্জের বিভিন্ন প্রান্ত থেকেই একের পর এক তাজা বোমা উদ্ধার হচ্ছে। ফলে পুরো জঙ্গিপুর পুলিশ জেলাতেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, আমবাগানটি গ্রামের একেবারে পাশে। এখানে প্রতিদিন গরু-ছাগল ওখানে চরে বেড়ায়, আবার অনেক শিশুও বাগানে খেলতে আসে। তাদের আশঙ্কা— শিশুদের কেউ যদি বোমার কাছে চলে যেত, তবে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। সেই বিপদ থেকে অল্পের জন্য বেঁচে গেল গ্রামের শিশুরা।

এছাড়া আমবাগানের লাগোয়া এলাকাতেই রয়েছে একটি কবরস্থান। গ্রামবাসীদের দাবি— এভাবে জনবসতির কাছাকাছি বিপজ্জনক বিস্ফোরক রেখে যাওয়া অত্যন্ত দায়িত্বহীন কাজ। যারা এর সঙ্গে যুক্ত, তাদের দ্রুত শনাক্ত করে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করতে হবে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। পাশাপাশি সামশেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষ পাশাপাশি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার পাশাপাশি সন্দেহজনক কোনো কিছু চোখে পড়লে দ্রুত থানাকে জানানোর অনুরোধ করা হয়েছে। ক্রমাগত বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় সৃষ্টি হয়েছে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতার পরিবেশ। জেলাজুড়ে চলছে কড়া নজরদারি।