আন্তর্জাতিক রাজনীতি, যুদ্ধের ভয়াবহতা, শরণার্থী সংকট ও মানবাধিকারের মতো জ্বলন্ত ইস্যুতে বিশ্বজুড়ে যখন তীব্র বিতর্ক চলছে, ঠিক সেই সময়েই শিলিগুড়িতে অনুষ্ঠিত হতে চলেছে এক ব্যতিক্রমী আন্তর্জাতিক সম্মেলন। শিলিগুড়ি কলেজ অব কমার্সের উদ্যোগে আগামী ৬ ও ৭ জানুয়ারি, ২০২৫, শহরের দিনবন্ধু মঞ্চে আয়োজিত হচ্ছে এই দুই দিনব্যাপী আন্তর্জাতিক আলোচনা সভা। এই সম্মেলনকে কেন্দ্র করে শনিবার একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত থেকে শিলিগুড়ি কলেজ অব কমার্সের অধ্যক্ষ ডঃ রঞ্জন সরকার জানান, বর্তমান বিশ্বে যুদ্ধ, গণ-উচ্ছেদ, শরণার্থী সমস্যা ও মানবাধিকারের অবনতি মানব সভ্যতার নৈতিক ভিত্তিকে গভীর সংকটে ফেলেছে। সেই প্রেক্ষাপটেই এই আন্তর্জাতিক মঞ্চ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
ডঃ সরকার বলেন, এই সম্মেলন শুধুমাত্র তাত্ত্বিক আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। বাস্তব অভিজ্ঞতা, সমসাময়িক বৈশ্বিক সংকট এবং নৈতিক দর্শনের আলোকে সমাধানের পথ খোঁজাই এর মূল উদ্দেশ্য। যুদ্ধক্ষেত্রে মানবিক হস্তক্ষেপের নৈতিকতা থেকে শুরু করে অভিবাসী ও শরণার্থীদের অধিকার—সবকিছুই আলোচনার কেন্দ্রে থাকবে। সম্মেলনে অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতনামা অধ্যাপক ও গবেষকরা শিলিগুড়িতে আসছেন। তাঁদের মধ্যে রয়েছেন আমেরিকার রচেস্টার ইনস্টিটিউট অব টেকনোলজির অধ্যাপক যিশু আগুইলার, ফিনল্যান্ডের ইউনিভার্সিটি অব ভাসার অধ্যাপক টমি লেহটোনেন, নর্থ ক্যারোলাইনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডন হাবিবি, ভ্যালপারাইসো ইউনিভার্সিটির অধ্যাপক ডেভিড রোল্যান্ড, অধ্যাপক পলি ওয়েনরাইট, অধ্যাপক রেণু জুনিপেরো, এবং ইউনিভার্সিটি অব সাউথ ক্যারোলিনার অধ্যাপক গর্ডন হাইস্ট।
সম্মেলনের আলোচ্য বিষয়ের মধ্যে থাকবে আন্তর্জাতিক সংস্থাগুলির ভূমিকা, নীতি নির্ধারণে নৈতিক চিন্তার প্রয়োজনীয়তা এবং বর্তমান ভূ-রাজনৈতিক বাস্তবতায় নৈতিক তত্ত্বের প্রয়োগযোগ্যতা। ডঃ রঞ্জন সরকার আরও জানান, ভৌগোলিক ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ শহর শিলিগুড়িতে এমন আন্তর্জাতিক মানের সম্মেলনের আয়োজন কলেজের জন্য যেমন গর্বের, তেমনই উত্তরবঙ্গের বুদ্ধিবৃত্তিক পরিসরে এটি এক নতুন অধ্যায়। এই সম্মেলনের মাধ্যমে শিক্ষার্থী, গবেষক ও নীতিনির্ধারকদের মধ্যে গঠনমূলক ও গভীর সংলাপ তৈরি হবে বলে তিনি আশাবাদী। এই আন্তর্জাতিক সম্মেলন শিক্ষাবিদ, গবেষক, ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকবে। নিবন্ধন সংক্রান্ত বিস্তারিত তথ্য শিলিগুড়ি কলেজ অব কমার্সের অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়েছে।
