গণেশ চতুর্থী উপলক্ষে বুধবার জলপাইগুড়ি শহর সংলগ্ন পাতকাটা কলোনী এলাকায় অনুষ্ঠিত হলো মহাধুমধামে পূজা অর্চনা। ভিন রাজ্য থেকে আনা গণেশ প্রতিমা স্থাপন করে এলাকায় দীর্ঘ কয়েক বছর ধরে এই পূজা পালিত হচ্ছে। সকাল থেকেই এলাকার ছোট থেকে বড় সকলেই মেতে ওঠেন গণেশ উৎসবে।
ঢাক-ঢোল বাজিয়ে শঙ্খ উলুধ্বনিতে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। শোভাযাত্রার পর পুকুর থেকে জল ভরে এনে গণেশ ঠাকুরকে দুধ ও জল দিয়ে স্নান করিয়ে পূজার ব্রত সম্পন্ন হয়। স্থানীয় বাসিন্দারা জানান, গণেশ চতুর্থী কেবল পূজা নয়, এটি এখন সামাজিক মিলনক্ষেত্রে পরিণত হয়েছে।
প্রতিবছর দূরদূরান্ত থেকে ভক্তরা এসে যোগ দেন উৎসবে। পূজোকে কেন্দ্র করে গোটা এলাকায় ভক্তিমূলক ও আনন্দঘন আবহ ছড়িয়ে পড়ে। জলপাইগুড়ির এই গণেশ পূজা ধীরে ধীরে শহরের উৎসব ক্যালেন্ডারের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে।
