প্রচলিত প্রথা ভেঙে এখানে গণেশ পুজোর উদ্বোধন করলেন না কোনো জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্তা বা প্রখ্যাত শিল্পী। বরং উদ্বোধনের দায়িত্ব তুলে দেওয়া হলো সাফাই কর্মীদের হাতে। পুজো উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, শহরের পরিচ্ছন্নতা ও সুস্থ পরিবেশ বজায় রাখতে সাফাই কর্মীরা সারাবছর নিরলস পরিশ্রম করে চলেন।
কিন্তু অধিকাংশ সময়ই সমাজের চোখে তাদের অবদান অদেখা থেকে যায়। সেই অদেখা পরিশ্রমকেই সামনে আনার উদ্দেশ্যে এবং কৃতজ্ঞতা প্রকাশের মনোভাবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এই সম্মান পেয়ে উচ্ছ্বসিত সাফাই কর্মীরাও। তাদের কথায়, “এতদিন ধরে কাজ করে যাচ্ছি, কিন্তু এভাবে আমাদের সম্মানিত করা হবে ভাবিনি।
আজকের এই মুহূর্ত সত্যিই গর্বের।”পাড়ার মানুষ এবং দর্শনার্থীরাও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। সকলের মত, সমাজে যারা নীরবে প্রতিদিন সেবা দিয়ে চলেন, তাঁদের মর্যাদা দেওয়ার এ এক ব্যতিক্রমী উদাহরণ।
