দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে দাম কমল রান্নার গ্যাসের। অয়েল মার্কেটিং সংস্থাগুলির তরফে এই ঘোষণা করা হয়েছে। দেশজুড়ে কমল রান্নার গ্যাসের দাম।
১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৩৩ টাকা ৫০ পয়সা কমানোর ঘোষণা করা হয়েছে অয়েল মার্কেটিং সংস্থাগুলির তরফে। রান্নার গ্যাসের সিলিন্ডার কিনতে আজ থেকে আগের তুলনায় আরও কম টাকা ব্যয় করতে হবে গ্রাহকদের। তবে এর জেরে স্বস্তি এল মূলত ব্যবসায়ীদের জন্য। কারণ বাণিজ্যিক এলপিজির দাম কমানো হয়েছে।
কলকাতায় ১৯ কেজির সিলিন্ডারের নতুন দাম হল ১৭৩৬ টাকা, আগে ১৭৬৯ টাকা ছিল এই দাম। তবে ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন আসেনি। ফলে আমজনতার পকেটে স্বস্তি আসে নি। বাড়িতে ব্যবহৃত ১৪ কেজির এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিতই রয়েছে।
