আস্ত ছাগল খেল বিশালাকার অজগর

জলপাইগুড়ির ডুয়ার্সের চা বাগান এলাকায় ফের দেখা মিলল বিশালাকার অজগরের। নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা চাবাগানের টন্ডু ডিভিশন থেকে উদ্ধার করা হয় একটি প্রায় ১৫ ফুট লম্বা অজগর সাপ। খুনিয়া রেঞ্জের বন কর্মীরা সাপটিকে জীবিত অবস্থায় উদ্ধার করে।

জানা গিয়েছে, চা বাগানের এক ঝোপে বিশাল অজগরটি গুটিয়ে বসে থাকতে দেখা যায়। স্থানীয়রা অবাক হয়ে লক্ষ্য করে, সাপটির পেট অস্বাভাবিকভাবে ফোলা। পরে জানা যায়, সেটি কিছুক্ষণ আগেই একটি আস্ত ছাগল গিলে ফেলেছে। নিস্তেজ অবস্থায় পড়ে থাকা সাপটিকে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। দ্রুত খবর দেওয়া হয় খুনিয়া রেঞ্জ অফিসে।

খবর পেয়ে বন দপ্তরের একটি দল ঘটনাস্থলে পৌঁছে সতর্কতার সঙ্গে সাপটিকে উদ্ধার করে। বন কর্মীদের প্রাথমিক অনুমান, ছাগলটি চা বাগানের আশেপাশে থেকে এসেছে, তখনই সেটিকে ধরে ফেলে অজগরটি। পরে বন কর্মীরা সাপটিকে নিরাপদ স্থানে ছেড়ে দেন।