মৎস্যজীবীদের জালে মাঝেমধ্যেই হাঙ্গর ধরা পড়লেও, এত বিশাল আকারের হাঙ্গর কোনোদিন দেখেননি উপকূলবাসী। বাংলা–ওড়িশা সীমান্তের তালসারি উপকূলে এবার ধরা পড়ল প্রায় ৫০ কুইন্টাল ওজনের এক বিশাল আকারের হাঙ্গর। গভীর সমুদ্রে মাছ ধরার সময় প্রথমে একটি নৌকার জালে উঠে আসে হাঙ্গরটি। কিন্তু তার বিশাল আকার ও শক্তির কারণে সেটিকে নিয়ন্ত্রণে আনতে চরম সমস্যায় পড়েন মৎস্যজীবীরা।
পরে আরেকটি নৌকাকে খবর দেওয়া হলে দুই নৌকার মৎস্যজীবীরা মিলিত চেষ্টায় হাঙ্গরটিকে নৌকায় তুলতে সক্ষম হন। উপকূলে আনার পর মুহূর্তের মধ্যেই তালসারি সমুদ্রসৈকতে ভিড় জমে যায় স্থানীয় মানুষ ও পর্যটকদের।
স্থানীয় সূত্রে খবর, এত বড় আকারের হাঙ্গর অতীতে এই অঞ্চলে খুব একটা দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, দলছুট হয়ে গভীর সমুদ্র থেকে উপকূলের দিকে চলে এসেছিল এটি।
ওই হাঙ্গরটিকে ইতিমধ্যেই দীঘায় নিয়ে যাওয়া হয়েছে। বনদপ্তরকে ঘটনাটি জানানো হয়েছে। দীঘার মেরিন অ্যাকোয়ারিয়াম ও বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানীরা হাঙ্গরটিকে পরীক্ষা-নিরীক্ষা করবেন। কেন বারবার এ ধরনের সামুদ্রিক প্রাণী উপকূলের কাছে চলে আসছে—সে ব্যাপারেও একটি রিপোর্ট তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে, বিশাল আকৃতির এই হাঙ্গর এক নজর দেখতে দীঘা ও তালসারিতে পর্যটকদের উপচে পড়া ভিড় দেখা গিয়েছে।
