অসম রাইফেলস ও ডিআরআই-এর যৌথ অভিযানে সোনার বিস্কুট ও বিপুল নগদ টাকা উদ্ধার

অসম রাইফেলস ও ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)-এর যৌথ অভিযানে আগরতলার শান্তিপাড়া ও ঢালেশ্বর এলাকায় সোনার বিস্কুট এবং বিপুল পরিমাণ অবৈধ নগদ টাকা উদ্ধার করা হয়েছে। নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো এই অভিযানে প্রায় ১৪ কেজি ওজনের সোনার বিস্কুট, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৯ কোটি টাকা, এবং ২ কোটি ৮৭ লক্ষ টাকা ভারতীয় মুদ্রা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত সোনা ও নগদ অর্থ পরবর্তী তদন্ত এবং আইনি প্রক্রিয়ার জন্য ডিআরআই-এর হাতে তুলে দেওয়া হয়েছে। এই অভিযানটি অবৈধ কার্যকলাপ দমন ও আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখতে অসম রাইফেলসের ধারাবাহিক সতর্কতা এবং সহযোগী সংস্থাগুলির সঙ্গে সমন্বিত প্রচেষ্টার স্পষ্ট দৃষ্টান্ত।