ফুলপ্রেমীদের জন্য সুখবর: আসন্ন ফুলমেলায় অংশ নেওয়ার সুযোগ

সমস্ত ফুলপ্রেমী মানুষজন, যারা বাড়িতে টবে চারা গাছ লাগিয়ে ফুল, ফল ও সবজি উৎপাদন করেন, তাঁদের জন্য সুখবর। তাঁরা সকলেই আসন্ন ফুল মেলায় অংশগ্রহণ করতে পারবেন বলে জানালেন মেলার কনভেনর। তিনি বলেন, ফুলের উৎপাদন সম্পূর্ণভাবে আবহাওয়ার উপর নির্ভরশীল।

কখনও অতিরিক্ত ঠান্ডা, কখনও বা গরমের প্রভাবে প্রত্যাশিত ফলন নাও হতে পারে। কোনও বছর প্রচুর ফুল ফোটে, আবার কোনও বছর ফুলের সংখ্যা কমে যায়। তবুও প্রতি বছর যাঁরা নিয়মিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন, তাঁদের পাশাপাশি সকল ফুলপ্রেমী মানুষকে এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে। কনভেনরের কথায়, প্রতিবছরই তাঁদের প্রত্যাশা থাকে মেলার পুরো জায়গাটি ফুলে ফুলে ভরে উঠবে।

এ বছরও সেই আশাতেই আছেন আয়োজকেরা, যাতে সাধারণ মানুষ এই ফুল মেলা উপভোগ করতে পারেন। এই ফুল মেলার কনভেনরের সঙ্গে উপস্থিত ছিলেন শিলিগুড়ি বিধানসভা এলাকার স্বশ্রমিক সংগঠনের জয়েন্ট সেক্রেটারি রাজু সাহা মহাশয়, কার্যকরী সদস্য অসিত দে মহাশয় এবং সৌমিত্র পরিক মহাশয়।