সুখবর সরকারি কর্মীদের জন্য

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে নবান্ন অভিযান ঘিরে উত্তাল ছিল পরিস্থিতি। এরই মধ্যে রাজ্যের এই সরকারি কর্মীদের জন্য এল বড় সুখবর।

সম্প্রতি রাজ্যের গ্রুপ ডি কর্মীদের জেনারেল প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে সুদের টাকা জমা দেওয়া সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য এই সুদ দেওয়া হয়েছে। রাজ্য সরকারের পেনশন, প্রভিডেন্ট ফান্ড এবং গ্রুপ ইন্স্যুরেন্স অধিকরণ দ্বারা এই বিজ্ঞপ্তি জারি হয়েছে।

বিজ্ঞপ্তি অনুসারে, রাজ্যের ৩৬,৩১২ জন গ্রুপ ডি কর্মচারীর জিপিএফ অ্যাকাউন্টে বার্ষিক সুদ জমা পড়েছে। যার পরিমাণ ₹১০১,৭৬,২৭,২৫৩.০০ (একশো এক কোটি ছিয়াত্তর লক্ষ সাতাশ হাজার দুইশো তিপ্পান্ন টাকা)। সমস্ত গ্রুপ ডি কর্মীদের অ্যাকাউন্টে মিলিয়ে এই অর্থ জমা হয়েছে।