রেল যাত্রীদের জন্য খুশির খবর, জলপাইগুড়ি জেলার একাধিক স্টেশনে নতুন স্টপেজের ঘোষণা

রেলযাত্রীদের জন্য বড় সুখবর, জলপাইগুড়ি জেলার একাধিক স্টেশনে নতুন ট্রেন স্টপেজের ঘোষণা বছরের শুরুতেই। দীর্ঘদিনের দাবি পূরণে অবশেষে স্বস্তির খবর পেলেন জলপাইগুড়ি জেলার রেলযাত্রীরা। খোদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব চিঠি লিখে এই সুখবর সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়কে জানিয়েছেন।

রেলের ঘোষণায় জানানো হয়েছে, নিউ আলিপুরদুয়ার–শিয়ালদহগামী তিস্তা তোর্সা এক্সপ্রেস এবং নিউ জলপাইগুড়ি–বঙ্গাইগাঁও বঙ্গাইগাঁও এক্সপ্রেস, এই দুটি ট্রেন এবার রানিনগর স্টেশনে দাঁড়াবে। ফলে রানিনগর ও আশপাশের এলাকার যাত্রীদের যাতায়াত অনেকটাই সহজ হবে।

এছাড়াও নিউ জলপাইগুড়ি–আলিপুরদুয়ার রুটের আলিপুরদুয়ার জংশন ট্যুরিস্ট এক্সপ্রেস ট্রেনটি এবার বানারহাট, নাগরাকাটা ও গুলমা স্টেশনে স্টপেজ পাবে। পর্যটন ও স্থানীয় যাত্রীদের জন্য এই সিদ্ধান্ত বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।রেল সূত্রে আরও জানানো হয়েছে, নিউ মাল জংশনে দাঁড়াবে কামাখ্যা–কর্মভূমি এক্সপ্রেস। পাশাপাশি সেবক রেল স্টেশনে স্টপেজ পাবে আলিপুরদুয়ার–দিল্লিগামী সিকিম মহানন্দা এক্সপ্রেস।

এই প্রসঙ্গে সাংসদ ডাঃ জয়ন্ত রায় বলেন, রেলমন্ত্রীর সঙ্গে অনেক আগেই এই স্টপেজগুলি নিয়ে আলোচনা হয়েছিল। অবশেষে সেই দাবি পূরণ হওয়ায় জেলার সাধারণ মানুষ, ছাত্রছাত্রী, কর্মজীবী ও পর্যটক—সকলেই উপকৃত হবেন বলে তিনি আশাবাদী।