পর্যটকদের জন্য সুখবর

ছুটিতে ঘুরতে যাওয়া মানেই বাঙালিদের মনে যেমন আসে সমুদ্রের কথা তেমনি পাহাড়ও আপামর বাঙালিকে। এবার ভ্ৰমণ প্রেমীদের জন্য বড় সুখবর। বছর শেষে বিভিন্ন পর্যটন স্থলে ঘুরতে যাওয়ার হিড়িক পড়ে। এবার কলকাতা থেকে ভুটান যাওয়া এবার হয়ে উঠছে আরও সহজ।

কারণ জয়গাঁ থেকে কলকাতা পর্যন্ত এবার চালু হয়ে গেল এসি ভলভো বাস পরিষেবা। ডুয়ার্সের মধ্যে দিয়েই কলকাতা এবং জয়গাঁকে জুড়বে এই বাস পরিষেবা। জয়গাঁ থেকে বিকেল চারটে নাগাদ রওনা হবে বাসটি। জলদাপাড়ায় পৌঁছাবে বিকেল সাড়ে চারটে, বীরপাড়া বাইপাস ৪ টে ৫০ এ, নাগরাকাটা ৫ টা ৩০ এ, চালসা ৫ টা ৫০, লাটাগুড়ি সাড়ে ৬ টা, ময়নাগুড়ি ৬ টা ৫০ এ পৌঁছাবে বাসটি।

তারপর শিলিগুড়ি বাইপাস নৌকাঘাট হয়ে সোজা কলকাতার উদ্দেশে রওনা দেবে বাসটি। ভারত-ভুটান সীমান্ত জয়গাঁ থেকে চালু হওয়া এই বাস পরিষেবা ডুয়ার্স পর্যটনে জোয়ার আনবে। আগামীতে পর্যটকদের সুবিধার্থে আরও কিছু স্টপেজ যোগ করা হতে পারে বলেও জানা যাচ্ছে। জয়গাঁ থেকে কলকাতা পর্যন্ত ভাড়া ধার্য করা হয়েছে ২০০০ টাকা।