সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে। চলতি বছরে ঢেলে সাজানো হয়েছে কলকাতা মেট্রোকে। মেট্রোর সবথেকে পুরনো ব্লু লাইনে কিছু সমস্যা দেখা দিলেও তিনটি নতুন রুটে মেট্রো চলাচল শুরু করেছে। যদিও অরেঞ্জ লাইনে এখনও পর্যন্ত পুরোপুরি পরিষেবা চালু করা হয়নি যাত্রীদের জন্য। অবশেষে এ নিয়ে বড় আপডেট দিল মেট্রো কর্তৃপক্ষ।

দীর্ঘদিন ধরেই চিংড়িঘাটা নিয়ে জট লেগে ছিল কলকাতা মেট্রোর কাজে। তবে সম্প্রতি সেই সমস্যার সমাধান হয়েছে। রাজ্য সরকারের সঙ্গে আলোচনার পর কেটেছে জট। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই চিংড়ি ঘাটা এলাকার আটকে থাকা কাজ শুরু হয়ে যাবে বলে খবর।

আর তেমনটা হলে অরেঞ্জ লাইনে মেট্রোর বাকি অংশেও পরিষেবা দ্রুত শুরু হয়ে যাবে বলে জানানো হয়েছে মেট্রো কর্তৃপক্ষের তরফে। কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার বলেন, আরও সম্প্রসারণ হতে চলেছে মেট্রোর। চলছে তারই কাজ। এর মধ্যে ৫৭ কিমি পথের অনুমোদন মিলেছে ইতিমধ্যেই। জানা গিয়েছে, ২০২৬ সালের মধ্যেই ২৯ কিমি কাজ সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নিয়েছে কলকাতা মেট্রো।