পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় সুখবর কতৃপক্ষের তরফে। কলকাতার মুকুটে যুক্ত হল আরও এক পালক। চালু হল প্রথম ইলেকট্রিক ওয়াটার মেট্রো। ভারতের প্রথম আন্ডারওয়াটার মেট্রোর নাম ঢেউ। এটি মিলেনিয়াম পার্ক থেকে ২ ঘন্টার যাত্রীদের হাওড়া ব্রিজ, বালি ব্রিজ, দক্ষিণেশ্বর, বেলুড় মঠের পাশ দিয়ে নিয়ে যায়।
‘ঢেউ’ নামক মেট্রোটির এসি ভাড়া যথাক্রমে ৩০০ টাকা ও নন এসির ভাড়া ২০০ টাকা। এই ‘ঢেউ’ নামক মেট্রোটি দুই ঘন্টায় ভ্রমণকারীদের ভ্রমণের সুযোগ করে দেয় কলকাতার বিখ্যাত নদী তীরবর্তী স্থানগুলি। যার মধ্যে রয়েছে- গ্ৰ্যান্ড হাওয়া ব্রিজ, ঔপনিবেশিক বালি ব্রিজ, দক্ষিণেশ্বর ও বেলুড় মঠ। গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স ১৩.৫ কোটি টাকা খরচ করে ঢেউ তৈরি করেছে।
এই ফেরিতে প্রায় ৯২ জনের বসার জায়গা আছে এবং শীতাতপ নিয়ন্ত্রিত এবং নন-এসি আসন আছে। সপ্তাহান্তের শেষে এই বৈদ্যুতিক মেট্রো জাহাজ তে দেখা যায় চোখে পড়ার মতো ভিড়।
