রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। কেন্দ্রীয় সরকারের সবুজ সঙ্কেত মেলার পর এবার স্পষ্ট হয়ে গেল দেশের পরিকাঠামো উন্নয়নে এক নতুন দিগন্ত খুলতে চলেছে ভারতীয় রেল।
প্রথম প্রকল্পটি গুজরাটের কচ্ছ অঞ্চলে। এখানে একটি নতুন রেল লাইন তৈরি করা হবে যার ফলে ভারতীয় রেলের নেটওয়ার্কের দৈর্ঘ্য বৃদ্ধি পাবে ১৪৫ কিলোমিটার এবং রেল ট্র্যাকের বিস্তার হবে আরও ১৬৪ কিলোমিটার। বাজেট ধার্য করা হয়েছে ২ হাজার ৫২৬ কোটি টাকা।
দ্বিতীয় প্রকল্পটি সেকেন্দ্রাবাদ থেকে ওয়াদি পর্যন্ত ১৭৩ কিলোমিটার দীর্ঘ নতুন রেল লাইন তৈরির।, এর জন্য পাঁচ হাজার কোটিরও বেশি অর্থ অনুমোদন করা হয়েছে। দক্ষিণ ভারতের কর্নাটক ও তেলঙ্গনা অঞ্চলের শিল্প এলাকা এবং যাত্রী পরিবহনে এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তৃতীয় প্রকল্পে নজর দেওয়া হয়েছে বিহারের রেল নেটওয়ার্কে। ভাগলপুর থেকে জামালপুর পর্যন্ত ৫৩ কিলোমিটার দীর্ঘ তৃতীয় লাইন তৈরি করার অনুমোদন দিয়েছে কেন্দ্র। এই কাজের জন্য ব্যয় হবে প্রায় ১ হাজার ১৫৬ কোটি টাকা।
