সুখবর রেল কতৃপক্ষের তরফে

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। কোথাও যাওয়ার হলে ট্রেনের টিকিট অনেক আগে থেকেই কেটে ফেলা হয়। কিন্তু বিভিন্ন কারণে অনেক সময় যাত্রার দিন পরিবর্তন করতে হয়।

এমন পরিস্থিতিতে ট্রেনে কনফার্ম টিকেট বাতিল করা ছাড়া উপায় থাকে না। তবে এবার ভারতীয় রেলের তরফ থেকে এক বড় পদক্ষেপ নেওয়া হল। ভারতীয় রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন আগামী জানুয়ারি মাস থেকে আগের থেকে কেটে রাখার টিকিটে যাত্রার দিন পরিবর্তন করতে পারবেন যাত্রীরা।

রেলমন্ত্রী আরও জানান, এই যাত্রার দিন পরিবর্তন করার জন্য কোনরকম অতিরিক্ত খরচ করতে হবে না। অনলাইনের মাধ্যমে নিজেরাই যাত্রার দিন পরিবর্তন করতে পারবেন যাত্রীরা। কারণ বর্তমানে যে নিয়ম রয়েছে, সেখানে শেষ মুহূর্তে পরিকল্পনা বাতিল হলে টিকিট বাতিল করা ছাড়া আর কোন উপায় থাকে না। সেখানে কনফার্ম হওয়া টিকিট বাতিল করলে নির্দিষ্ট হরে কিছু টাকা কেটে নেয় রেল।