সুখবর রেল কতৃপক্ষের তরফে

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। এবার একটি বড় আপডেট সামনে এসেছে। জানা গিয়েছে, রেলের নতুন টিকিট পলিসির অধীনে, এখন যাত্রীরা কনফার্ম টিকিট বাতিল করার পরিবর্তে, সরাসরি একটি নতুন ভ্রমণের তারিখ বেছে নিতে পারবেন।

এর মানে হল, যদি আপনার ট্রেনের তারিখ পরিবর্তন হয়, তাহলে আপনার টিকিট বাতিল করে লোকসান করার দরকার নেই। কেবল একটি নতুন তারিখ নির্বাচন করুন এবং ভ্রমণ করুন। সম্পূর্ণ সুবিধাটি IRCTC-র ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপে পাওয়া যাবে। যাত্রীরা লগ ইন করে তাঁদের বুক করা টিকিট দেখতে পারবেন এবং আসনের উপলব্ধতার ওপর ভিত্তি করে একটি নতুন তারিখ বা ট্রেন নির্বাচন করতে পারবেন। এর জন্য, শুধুমাত্র ভাড়ার পার্থক্য (যদি থাকে) দিতে হবে। এছাড়া, অন্য কোনও অতিরিক্ত চার্জ দিতে হবে না।