সুখবর রেল কতৃপক্ষের তরফে

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। বর্তমান সময়ে রেলপথকে আরও নিরাপদ এবং গতিশীল করে তোলার লক্ষ্যে একের পর এক বড় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এবার একটি বড় আপডেট সামনে এসেছে।

জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকার ভারতীয় রেলপথকে আরও উন্নত করতে এবং ট্রেন লেট হওয়ার বিষয়টিকে নিয়ন্ত্রণ করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে সম্পন্ন হওয়া মন্ত্রিসভার বৈঠকে ৪ টি গুরুত্বপূর্ণ রেল প্রকল্প অনুমোদন করা হয়েছে।

এই প্রকল্পগুলিতে ২৪,৬৩৪ কোটি (প্রায় ২.৪ বিলিয়ন ডলার) টাকার বিশাল ব্যয় করা হবে। যার লক্ষ্য হল দেশের ব্যস্ততম রেল নেটওয়ার্কের আধুনিকীকরণ এবং গতিশীল করা। এই প্রকল্পগুলির অধীনে মোট ৮৯৪ কিলোমিটার রেল ট্র্যাক আপগ্রেড করা হবে। পাশাপাশি, বিদ্যমান লাইনগুলি ৪ বা ৬ লেনে সম্প্রসারিত করা হবে। এই সিদ্ধান্ত কেবল যাত্রীদের জন্য ভ্রমণকে আরামদায়ক করবে না বরং দেশের অর্থনীতিতেও নতুন গতি সঞ্চার করবে।