সুখবর রেল কতৃপক্ষের তরফে

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। ইতিমধ্যে উদ্বোধন হয়ে গেছে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের। এই ট্রেনটি পশ্চিমবঙ্গ ও অসম রাজ্যকে ছুঁয়ে হাওড়া-কামাখ্যা রুটে ছুটবে।

এই ট্রেনটি হাওড়া কামাখ্যার মধ্যে যাতায়াত করবে। হাওড়া থেকে ট্রেনটি অসম কামাখ্যা যাবে তার নম্বর হল ২৭৫৭৫। হাওড়া থেকেই ট্রেনটি ছাড়বে সন্ধ্যে ৬:২০  মিনিটে। যেটি পরের দিন সকাল ৮:২০ মিনিটে কামাখ্যায় গিয়ে পৌঁছবে। তবে এই ট্রেনটি বুধবার চলাচল করবে না। অপরদিকে কামাখ্যা থেকে হাওড়াগামী ট্রেনের নম্বর হবে ২৭৫৭৬। ছাড়বে সন্ধে ৬টা ১৫ মিনিটে। পরের দিন সকাল ৮টা ১৫ মিনিটে হাওড়া পৌঁছবে ট্রেনটি। বৃহস্পতিবার এই ট্রেন চলবে না।

হাওড়া কামাখ্যা বন্দে ভারত স্লিপার ট্রেনটি যাত্রাপথের দিক থেকে উভয় দিকে রঙ্গিয়া, নিউ বঙ্গাইগাঁও, নিউ আলিপুরদুয়ার, নিউ কোচবিহার, জলপাইগুড়ি রোড, আলুয়াবাড়ি রোড স্টেশনেও থামবে। আর এই ট্রেনটি যাতায়াতের ফলে যাত্রীরা সহজে ও কম সময়ে যাতায়াত করতে পারবে বলে মনে করা হচ্ছে।