সুখবর রেল কতৃপক্ষের তরফে, খুলছে নতুন পোর্টাল

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। পরিষেবা ক্রমেই উন্নততর করছে ভারতীয় রেল। টিকিট বুকিং এবং কনফার্মেশন যাতে আরও সহজ এবং দ্রুত হয় তার জন্য একাধিক উদ্যোগ নিয়েছে রেল।

জানা গেল, আলাদা করে একটি অনলাইন টিকিট বুকিং পোর্টাল খোলা হচ্ছে। তবে কোনো সাধারণ যাত্রী এই পোর্টাল থেকে টিকিট বুক করতে পারবে না। এই পোর্টাল খোলা হচ্ছে শুধুমাত্র লোকসভা এবং রাজ্যসভার সাংসদদের জন্যই, যাতে তাঁরা এই পোর্টাল থেকে সরাসরি টিকিট কাটতে পারেন।

কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই নতুন পোর্টালের কথা জানিয়েছেন। লোকসভায় লিখিত জবাবে তিনি বলেন, একটি আলাদা সফটওয়্যার তৈরি করা হচ্ছে, যেখান থেকে বর্তমান এবং প্রাক্তন সাংসদরা ট্রেনের টিকিট বুকিং করতে পারবেন এবং দরকারে বাতিলও করতে পারবেন।