সুখবর, বাড়ানো হলো রাইলের সময়সীমা

দুদিনের ছুটিতে ঘুরতে যাওয়া মানেই বাঙালিদের মনে আগেই আসে দিঘার নাম। চিরকালই দিঘার সমুদ্র সৈকত টানে আপামর বাঙালিকে। এবার ভ্ৰমণ প্রেমীদের জন্য বড় সুখবর। ইতিমধ্যেই দিঘা যাওয়ার ট্রেন, বাসে টিকিট বুকিংয়ের ধুমও পড়ে গিয়েছে। এর মাঝেই পর্যটকদের জন্য এল বড় সুখবর।

বাড়ানো হল দিঘাগামী স্পেশ্যাল লোকাল ট্রেনের সময়সীমা। পাঁশকুড়া-দিঘা রুটে দুটি স্পেশ্যাল লোকাল ট্রেন চালু হয়েছিল আগেই। এবার পর্যটন মরশুমে আবারও দুটি স্পেশ্যাল ট্রেনের মেয়াদ বৃদ্ধি করল রেল। দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের সময়েই পাঁশকুড়া-দিঘা রুটে দুটি স্পেশ্যাল লোকাল ট্রেন চালু হয়েছিল।

আর নতুন আকর্ষণ হিসেবে জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার পর থেকেই পর্যটকের সংখ্যা আরও বেড়েছে দিঘায়। এবার জানা গিয়েছে, ০৮১১৭ এবং ০৮১১৮ পাঁশকুড়া-দিঘা-পাঁশকুড়া স্পেশ্যাল লোকাল ট্রেন দুটির সময়সীমা ১৫ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। পাঁশকুড়া-হলদিয়া-দিঘা সাউথ ইস্টার্ন রেলওয়ে প্যাসেঞ্জারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে এই সময়সীমা বৃদ্ধি করার দাবি করা হয়েছিল। রেল দফতরে লিখিত আবেদন জানিয়েছিলেন তারা। সেই আবেদনে সাড়া দিয়েই ট্রেনের সময়সীমা বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে দক্ষিণ পূর্ব রেল কর্তৃপক্ষ।