মাঝে বাকি আর কত মাত্র মাস। লক্ষ্য এখন একটাই, আগামী বছরের লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে ঘোষিত হয়েছে ইমাম, মোয়াজ্জেমদের মাসিক ভাতা বৃদ্ধি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
‘অল ইন্ডিয়া ইমাম মোয়াজ্জেম স্যোশাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন’-এর তরফে রাজ্যের সমস্ত ইমাম সংগঠনগুলির সমাবেশের অনুষ্ঠান থেকে মোয়াজ্জেমদের সম্মেলন থেকে মাসিক ভাতা ৫০০ টাকা করে বৃদ্ধি করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
এতদিন ইমামরা মাসে ২,৫০০ টাকা করে ভাতা হিসেবে পেতেন। এবার ৫০০ টাকা বৃদ্ধি করল মুখ্যমন্ত্রী। ফলে ভাতার পরিমাণ বেড়ে হল তিন হাজার টাকা। অন্যদিকে এতদিন মোয়াজ্জেমরা মাসে এক হাজার টাকা করে ভাতা পেতেন। এ বার থেকে তারা দেড় হাজার টাকা করে পাবেন। মুখ্যমন্ত্রীর ঘোষণায় আনন্দে আত্মহারা মোয়াজ্জেম-ইমামরা।