গোপাষ্টমী উৎসব শুরু হয়েছে জলপাইগুড়িতে

শতাব্দী প্রাচীন গোপাষ্টমী উৎসব‌কে ঘিরে জমজমাট অনুষ্ঠানের আয়োজন জলপাইগুড়ি‌র বৈকুন্ঠপুর পিঞ্জরাপোল প্রাঙ্গণে। এবছর ১১৪ তম উৎসব অনুষ্ঠান পালিত হচ্ছে গোশালায়। জলপাইগুড়ির পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের গোশালায় আয়োজিত প্রাচীন এই উৎসবকে ঘিরে বিশাল মেলার আয়োজন করা হয়।

প্রতিবছর অংশগ্রহণ করেন হাজারও মানুষ। প্রায় সারারাত ধরে চলে এই মেলা। অসংখ্য ভক্ত ও সাধারণ মানুষের ভিড়ে প্রতি বছরই বেশ জমজমাট হয়ে ওঠে গোপাষ্টমী‌ উৎসব ও মেলা। মাড়োয়াড়ি সম্প্রদায় পরিচালিত জলপাইগুড়ির গোশালায় বর্তমানে প্রায় আড়াইশো গরু রয়েছে।

উৎসব অনুষ্ঠানের মধ্য দিয়েগরুগুলির পুজো শুরু হয়েছে। প্রতি বছরের‌ মত‌ এবারও মেলায় বিভিন্ন পণ্য সামগ্রীর দোকান বসেছে। জেলার বাইরে থেকেও অসংখ্য মানুষের আগমন ঘটে এই মেলায়। সকাল থেকে দিনভর অসংখ্য মানুষ আনন্দ উপভোগ করেন এখানে।