মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে বছর ঘুরলেই বঙ্গে বিধানসভা নির্বাচন। তার আগে পড়শি রাজ্য বিহারে রয়েছে বিধানসভা নির্বাচন!
বিহারের ক্ষমতা কার হাতে যায়, গোটা দেশের নজর এখন সেদিকে। এরই মধ্যে আমজনতার জন্য বিরাট চমক সরকারের। সে রাজ্যে বিদ্যুৎ পরিষেবা নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে নীতিশ সরকার। বিহারে বিনামূল্যে দেওয়া হবে ১০০ ইউনিট বিদ্যুৎ! নির্বাচনের আগেই এই সিদ্ধান্তের পথে হাঁটতে চলেছে সরকার।
প্রতি মাসে ১০০ ইউনিট পর্যন্ত গৃহস্থালী বিদ্যুৎ সম্পূর্ণ বিনামূল্যে দেওয়ার মত পদক্ষেপ নেওয়া হতে পারে। বর্তমানে সেই প্রস্তাব চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার কাছে উপস্থাপন করে অনুমোদন মিললেই বড়সড় ঘোষণা হতে পারে।
