দুর্নীতি রুখতে বড় পদক্ষেপ সরকারের

1 min read

রাজ্যবাসীর সুবিধার কথা মাথায় রেখে সরকারের তরফে বড় ঘোষণা। প্রায় প্রত্যেকটি নাগরিকের রেশন কার্ড রয়েছে। মূলত রেশন দোকান থেকে রেশন কার্ডধারীরা প্রত্যেক মাসে সরকারের পক্ষ থেকে কম দামে নির্দিষ্ট পরিমাণ চাল, ডাল, চিনি ইত্যাদি পেয়ে থাকে। তবে রাজ্যের রেশন দুর্নীতির চর্চা এখন তুঙ্গে।

আর সেই আবহে ওজনে ফাঁকি ধরতে আনা হল ‘ওজন যন্ত্র’। আগামী ডিসেম্বর থেকেই সমস্ত রেশন দোকানে সক্রিয় করা হবে এই নয়া ওজন যন্ত্র। সূত্র বলছে, ইতিমধ্যেই প্রায় ২০ হাজারের মধ্যে ১৮ হাজার রেশন দোকানে বসানো হয়েছে এই নয়া ওজন যন্ত্র। যার পোশাকি নাম ‘ওয়েয়িং স্কেল’।

পাশাপাশি অনেকের আঙুলের ছাপ না মেলায় অনেকেই রেশন তুলতে পারছিলেন না। যারপর চোখের মণি মিলিয়ে দেখার জন‌্য আইরিশ স্ক‌্যানার পদ্ধতি আসে রেশন দোকানে। সেইসাথে এটাও জানিয়ে দেওয়া হয় যে, আগামিদিনে ‘ওয়েয়িং স্কেল’-কে সামনে আনার কথা।

You May Also Like