গ্রো মিউচুয়াল ফান্ড নিয়ে এল ‘গ্রো স্মল ক্যাপ ফান্ড’

গ্রো মিউচুয়াল ফান্ড আজ তাদের নতুন ওপেন-এন্ডেড ইক্যুইটি স্কিম ‘গ্রো স্মল ক্যাপ ফান্ড’ লঞ্চ করার কথা ঘোষণা করেছে। এই ফান্ডের নিউ ফান্ড অফার খুলবে ৮ জানুয়ারি থেকে। ২২ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত বিনিয়োগকারীদের জন্য অফার খোলা থাকবে। এই স্কিমটি মূলত গ্রো মিউচুয়াল ফান্ডের নিজস্ব কিউজিএআরপি ফ্রেমওয়ার্ক (কোয়ালিটি অযান্ড গ্রোথ অ্যাট আ রিজনেবল প্রাইস) মেনে পরিচালিত হবে। এটি উন্নত গুণমান এবং টেকসই প্রবৃদ্ধির সম্ভাবনা রয়েছে এমন স্মল ক্যাপ কোম্পানিগুলোতে বিনিয়োগের মাধ্যমে দীর্ঘমেয়াদী মূলধন বৃদ্ধির লক্ষ্য রাখে। ফান্ডটি একটি ‘ট্রু-টু-লেবেল’ কৌশল অনুসরণ করবে, যেখানে কোনও লার্জ ক্যাপ এক্সপোজার না রেখে মূলত ক্ষুদ্র বা স্মল ক্যাপ কোম্পানিগুলোর ওপর গুরুত্ব দেওয়া হবে।

এই ফান্ডের পারফরম্যান্স যাচাই করার জন্য বেঞ্চমার্ক হিসেবে নিফটি স্মলক্যাপ ২৫০ ইনডেক্স – টিআরআই ব্যবহার করা হবে এবং এটি পরিচালনার দায়িত্বে থাকবেন অভিজ্ঞ ফান্ড ম্যানেজার অনুপম তিওয়ারি। আগ্রহী বিনিয়োগকারীরা মাত্র ৫০০ টাকা দিয়ে এই স্কিমে তাঁদের ন্যূনতম বিনিয়োগ শুরু করতে পারবেন এবং এরপর ১ টাকার গুণিতকে যেকোনও পরিমাণ অর্থ বিনিয়োগ করার সুযোগ থাকবে। তবে বিনিয়োগের ক্ষেত্রে একটি বিষয় লক্ষ্যণীয় যে, ইউনিট বরাদ্দের তারিখ থেকে ১ বছরের মধ্যে বিনিয়োগ করা অর্থ তুলে নিলে ১% হারে এক্সিট লোড বা চার্জ প্রযোজ্য হবে, যদিও নির্দিষ্ট সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর টাকা তুললে কোনও অতিরিক্ত চার্জ লাগবে না।

ভারতের ক্রমবর্ধমান পরিকাঠামো ব্যয়, ডিজিটাল প্ল্যাটফর্মের প্রসার এবং সহজলভ্য ঋণের কারণে ক্ষুদ্র কোম্পানিগুলো বর্তমানে দ্রুত বড় হওয়ার সুযোগ পাচ্ছে। ঐতিহাসিকভাবে, লার্জ ক্যাপের তুলনায় স্মল ক্যাপ কোম্পানিগুলোর দীর্ঘমেয়াদে বেশি রিটার্ন দেওয়ার সম্ভাবনা থাকে। বর্তমানে এই খাতের ভ্যালুয়েশন যুক্তিসঙ্গত পর্যায়ে থাকায় এটি বিনিয়োগের জন্য একটি আদর্শ সময় হতে পারে বলে মনে করছে গ্রো মিউচুয়াল ফান্ড। বিনিয়োগকারীদের অনুরোধ করা হচ্ছে বিনিয়োগের আগে স্কিম সংক্রান্ত নথিপত্রগুলো মনোযোগ সহকারে পড়ে নিতে। কারণ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে যথেষ্ট বাজারগত ঝুঁকি রয়েছে।