মশার লার্ভা নিধনে জলপাইগুড়ির ১৬টি ওয়ার্ডে গাপ্পি মাছ ছাড়া হল

ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রতিরোধে মশার বাড়বাড়ন্ত কমাতে শুক্রবার দুপুর একটা নাগাদ ধুপগুড়ি পুরসভার পক্ষ থেকে ১৬টি ওয়ার্ডে গাপ্পি মাছ ছাড়া হল। এই গাপ্পি মাছ মশার লার্ভাকে খেয়ে শেষ করে দেয়।

উল্লেখ্য বর্তমানে ধুপগুড়ি সহ বিভিন্ন এলাকায় ডেঙ্গু ও ম্যালেরিয়ার ছড়িয়ে পড়ছে। এই দুটি মশা বাহিত রোগ। তাই সেই মশাকে নিকেশ করতেই এদিন গাপ্পি মাছ ছাড়া হল।

এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রশাসক মন্ডলীর চেয়ারপারসন ভারতী বর্মন ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং, অরূপ দে সহ পৌরসভার অনান্য আধিকারিকরা।