ভক্তি, শ্রদ্ধা ও আধ্যাত্মিকতার পরিবেশে জলপাইগুড়িতে পালন করা হল গুরু পূর্ণিমা। বৃহস্পতিবার এই বিশেষ দিনে রামকৃষ্ণ মিশন আশ্রমে আয়োজিত হয় নানা ধর্মীয় অনুষ্ঠান। সকাল থেকেই আশ্রমে ভক্তদের ভিড় চোখে পড়ার মতো। গুরু পূর্ণিমা উপলক্ষে আয়োজিত হয় বিশেষ পুজো-পাঠ, ধ্যান ও গুরু বন্দনার আলোচনা।
রামকৃষ্ণ মিশনের তরফে জানানো হয়েছে, সকালে পুজো ও আরতির মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের সূচনা। এরপর ধ্যান, জপ ও গুরু বন্দনা নিয়ে আলোচনা করেন আশ্রমের সন্ন্যাসীরা। দুপুরে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।
জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক শিবপ্রেমানন্দজী মহারাজ জানান, “গুরু পূর্ণিমা এমন এক দিন, যেদিন আমরা আমাদের আধ্যাত্মিক গুরুদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি। এই দিনে শিষ্য-গুরু সম্পর্কের গুরুত্ব তুলে ধরা হয়।” তিনি আরও বলেন, “প্রত্যেক বছরের মতো এই বছরও নানা অনুষ্ঠান ও পূজার মাধ্যমে আমরা দিনটি পালন করছি।”
গুরু পূর্ণিমার এই পবিত্র দিনে আশ্রমজুড়ে ছিল এক আত্মিক ও শান্তিময় পরিবেশ। শহরের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা উপস্থিত হয়ে গুরুজিদের স্মরণে দিনটি উদযাপন করেন।
