এই উপলক্ষে বৃহস্পতিবার জলপাইগুড়ির রামকৃষ্ণ মিশন আশ্রমে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অসংখ্য ভক্তদের সমাগমে গুরু পূর্ণিমা উদযাপন উপলক্ষে বিশেষ পুজো পাঠের আয়োজন করা হয় আশ্রমে।
সকালে বিভিন্ন অনুষ্ঠানের পর দুপুরে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক শিবপ্রেমানন্দজী মহারাজ বলেন, রামকৃষ্ণ মিশন আশ্রমে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে গুরু পূর্ণিমা দিবস পালন করা হচ্ছে। সকালে পুজো পাঠের মধ্য দিয়ে শুরু হয়েছে অনুষ্ঠান।
তারপর ধ্যান, জপ সহ গুরু বন্ধনা নিয়ে আলোচনা করা হয়। জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রম এ গুরু পূর্ণিমা যথাযোগ্য মর্যাদায় পালিত হল।
