১ জুলাই চিকিৎসক দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গে সরকারি অফিসে অর্ধদিবস ছুটি ঘোষণা, ব্যতিক্রম দুটি দপ্তর

কলকাতা, ২৫ জুন — পশ্চিমবঙ্গ সরকার আগামী ১ জুলাই, মঙ্গলবার, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও খ্যাতনামা চিকিৎসক ডা. বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্যজুড়ে চিকিৎসক দিবস পালনের অংশ হিসেবে অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে। অর্থ দপ্তরের (অডিট শাখা) তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওই দিন দুপুর ২টার পর থেকে রাজ্য সরকারের অধীনস্থ সমস্ত অফিস বন্ধ থাকবে।

তবে এই ছুটির আওতার বাইরে থাকবে কলকাতার রেজিস্ট্রার অফ অ্যাসিওরেন্সেস এবং কালেক্টর অফ স্ট্যাম্প রেভিনিউ দপ্তর। এই দুটি অফিস যথারীতি খোলা থাকবে এবং স্বাভাবিক কাজকর্ম চলবে।

প্রতি বছর ১ জুলাই রাজ্যজুড়ে ডা. বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে চিকিৎসক দিবস পালিত হয়। এই দিনটিকে ঘিরে সরকারি ও বেসরকারি স্তরে মাল্যদান, স্বাস্থ্য শিবির, সচেতনতা কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সরকারি ছুটির সিদ্ধান্ত সেই ঐতিহ্যেরই অংশ।

এদিকে, এই ঘোষণায় সরকারি কর্মীদের মধ্যে খুশির হাওয়া। কারণ ২৭ জুন রথযাত্রা উপলক্ষে ছুটি থাকায় শুক্রবার থেকে টানা ছুটির আবহ তৈরি হয়েছে। ৩০ জুন সোমবার অফিস খোলা থাকলেও পরদিন মঙ্গলবার অর্ধদিবস ছুটি থাকায় কর্মীদের জন্য এটি কার্যত দীর্ঘ ছুটির সুযোগ এনে দিয়েছে।