রাজ্যকে দূষণমুক্ত করতে অনেক সময় একাধিক পদক্ষেপ নেওয়া হয়, এবার শহরের দৃশ্যদূষণ রুখতে নতুন বিজ্ঞাপন নীতি ঘোষণা করেছিল কলকাতা পুরসভা। মেয়র ফিরহাদ হাকিমের উদ্যোগে ইতিমধ্যেই তিনটি ব্যস্ত রাস্তা, যথা- পার্ক স্ট্রিট, ক্যামাক স্ট্রিট এবং থিয়েটার রোড বেসরকারি বিজ্ঞাপনী কাঠামোমুক্ত ঘোষণা করা হয়েছে।
কিন্তু সেই সিদ্ধান্তকেই এবার চ্যালেঞ্জ করা হয়েছে আদালতে। কলকাতা পুরসভার এই সিদ্ধান্ত এই নিয়ে কলকাতা হাই কোর্টে মামলা করেছে একাধিক বেসরকারি বিজ্ঞাপন সংস্থা। সিদ্ধান্ত অনুযায়ী, ওই তিনটি রাস্তায় ব্যক্তিমালিকানাধীন জমি বা বিল্ডিংয়ে থাকা মোট ১৫টি বেসরকারি অ্যাড-স্পেস খুলে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল।
ইতিমধ্যেই অনেকাংশে সেই কাজও সম্পন্ন হয়েছে। একই সঙ্গে এই এলাকাগুলিতে সরকারি আওতায় প্রায় ১৮ হাজার বর্গফুট বিজ্ঞাপনী কাঠামো তৈরির উদ্যোগ নিয়েছে পুরসভা। অনলাইন নিলামের মাধ্যমে সেই স্পেস বরাদ্দ করার প্রক্রিয়া শুরু হয়েছে। বার্ষিক বিজ্ঞাপন ফি বাবদ ‘বেস প্রাইস’ নির্ধারণ করা হয়েছে ১৬ কোটি টাকা।
