স্বাস্থ্য ভবন অভিযানে বাধা, মেদিনীপুরে আশা কর্মীদের রেল অবরোধ

আজ স্বাস্থ্য ভবনে আশা কর্মীদের একটি বিক্ষোভ কর্মসূচি রয়েছে। মেদিনীপুরের আশা কর্মীরা এই বিক্ষোভে যোগ দেওয়ার জন্য স্বাস্থ্য ভবনের দিকে যাওয়ার পথে অভিযোগ করেন যে, মেদিনীপুর স্টেশনে তাঁদের ট্রেনে উঠতে বাধা দেওয়া হয়েছে। এর প্রতিবাদে আশা কর্মীরা মেদিনীপুরের রাঙামাটি ফ্লাইওভারের কাছে অবস্থান বিক্ষোভ শুরু করেন। তাঁরা রেললাইনে শুয়েও বিক্ষোভ প্রদর্শন করেন। পরে জিআরপি (সরকারি রেল পুলিশ) কর্মীরা এসে তাঁদের বিক্ষোভস্থল থেকে সরিয়ে দেন।