নেতাজি বয়েজ প্রাইমারি স্কুলে স্বাস্থ্য পরীক্ষা ও বিশুদ্ধ পানীয় জলের যন্ত্র উদ্বোধন

পুনরায় সংবাদের শিরোনামে নেতাজি বয়েজ প্রাইমারি স্কুল। সমাজের পিছিয়ে পড়া পরিবারের ছাত্রদের শিক্ষার পাশাপাশি এবার তাদের স্বাস্থ্য ও সুস্বাস্থ্যের বিষয়টিকেও গুরুত্ব দিয়ে প্রশংসনীয় উদ্যোগ নিল স্কুল কর্তৃপক্ষ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাঞ্চন দাস-এর নেতৃত্বে আয়োজিত হল এক স্বাস্থ্য পরীক্ষা শিবির।

স্কুলের অধিকাংশ ছাত্রই দিনমজুর ও শ্রমজীবী পরিবারের সন্তান। অভিভাবকেরা কর্মব্যস্ততার কারণে অনেকসময় সন্তানের স্বাস্থ্য সম্পর্কে খেয়াল রাখতে পারেন না। সেই কারণেই ছাত্রদের সুস্থতা নিশ্চিত করতে এই উদ্যোগ বলে জানান প্রধান শিক্ষক। শুধু স্বাস্থ্য পরীক্ষা নয়, ছাত্রদের বিশুদ্ধ পানীয় জলের প্রয়োজন মেটাতে স্কুলে বসানো হল ঠান্ডা বিশুদ্ধ পানীয় জলের মেশিন।

এই যন্ত্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিলিগুড়ির মাননীয় মেয়র গৌতম দেব। এই দুই উদ্যোগেই ছাত্রদের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি স্বাস্থ্যবিধি মানার অভ্যাস গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় বাসিন্দারা।