সিপিআইএম ও তৃণমূলের পাল্টা মিছিল ঘিরে উত্তপ্ত পরিস্থিতি

বনধের সমর্থনে আজ তুফানগঞ্জ শহরে মিছিল করল সিপিআইএম। সেই মিছিলে উপস্থিত ছিল দলের শহর ও ব্লকের নেতারা। তবে এই মিছিলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে তুফানগঞ্জ শহর এলাকা, কারণ একই সময় পথে নামে তৃণমূল কংগ্রেসও।

সিপিআইএমের অভিযোগ, বনধকে ব্যর্থ করতে পুলিশ প্রশাসনের সহযোগিতায় ইচ্ছাকৃতভাবে পাল্টা মিছিল করে উত্তেজনা ছড়ানোর চেষ্টা চালায় শাসক দল। সিপিআইএম নেতৃত্বের দাবি, সাধারণ মানুষের দাবি দাওয়া তুলে ধরতেই এই বনধ ও মিছিলের আয়োজন করা হয়েছিল, কিন্তু গণতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে।

অন্যদিকে, শহর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি ইন্দ্রজিৎ ধর জানান, “সিপিএম-এর আজ কোনো অস্তিত্ব নেই। মানুষ ওদের কথায় কান দেয় না। তাই নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে ওরা মিছিল করে নাটক করছে।”

তবে দুই দলের এই পাল্টাপাল্টি মিছিল ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ালেও প্রশাসনের হস্তক্ষেপে বড় কোনো অশান্তি ঘটেনি। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মোড়ে মোতায়েন রয়েছে পুলিশ।

পরিস্থিতির উপর নজর রাখছে জেলা প্রশাসন।