ভারী বৃষ্টির পূর্বাভাস

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে পূর্বাভাস মতো বৃষ্টি শুরু হয়ে গিয়েছে দুই বঙ্গেই। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আজ থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে।

একাধিক জেলায় ঝড়, বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সতর্কতাও জারি করেছে আবহাওয়া অফিস। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। অধিক বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পাশাপাশি ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

টানা দুদিন ভারী বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, ঘূর্ণাবর্তের জেরে বাংলার আবহাওয়ার পরিবর্তন। বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। ঝড়-বৃষ্টির জেরে উত্তরবঙ্গেও তাপমাত্রা কমবে সর্বোচ্চ ৪ ডিগ্রি পর্যন্ত। সবমিলিয়ে মোটের উপর স্বস্তিতেই কাটবে গোটা সপ্তাহ।