ঘূর্ণিঝড় ‘মন্থা’ ক্রমশ শক্তি হারিয়ে এখন সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। তবে তার প্রভাব এখনও রয়ে গিয়েছে রাজ্যজুড়ে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার থেকে রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি চলবে।
শনিবার উত্তরবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিং ও কালিম্পং-এ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। পাশাপাশি জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার বেশ কিছু এলাকাতেও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই দিনাজপুর ও মালদা জেলাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস।
আবহাওয়াবিদদের মতে, ‘মন্থা’-র অবশিষ্টাংশের কারণে এই বৃষ্টিপাতের ধারা রবিবার পর্যন্ত চলবে। পরবর্তী সপ্তাহের শুরু থেকে ধীরে ধীরে উত্তরবঙ্গের আবহাওয়া উন্নতির দিকে যাবে বলে আশা করা হচ্ছে।
এদিকে, লাগাতার বৃষ্টির জেরে পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা ও নীচুভূমিতে জল জমার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না প্রশাসন। ফলে, বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
