পরিবহন দপ্তরের উদ্যোগে হেলমেট বিতরণ করা হল শিলিগুড়ি শহরে

পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের উদ্যোগে রোড সেফটি অ্যাওয়ারনেস ক্যাম্পেনিং এবং স্পেশাল ড্রাইভ অন হেলমেট কর্মসূচি পালিত হলো শিলিগুড়ি শহরে। পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী আজ শিলিগুড়ির মাটিগাড়ার বালাসন ব্রিজের কাছে একটি সরকারি অনুষ্ঠানে অংশ নেন।

পরিবহন দপ্তরের এই অনুষ্ঠানে পথ চলতি সাধারণ মানুষের হাতে হেলমেট বিতরণ করা হয়। প্রায় আড়াইশো হেলমেট বিতরণ করা হয় আজ। পথ দুর্ঘটনায় মৃত্যুর হার শূন্য করাই টার্গেট পরিবহন বিভাগের।

আজ “হেলমেট ফার্স্ট দেন স্টার্ট” পরিবহন দপ্তরের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী ছাড়াও শিলিগুড়ির মেয়র গৌতম দেব এবং পরিবহন বিভাগের আধিকারিকেরা।